সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা আজ এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা অনুষ্ঠানে আধ্যাত্মিকতার আবহ তৈরি করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দেবশ্রী জোয়ার্দার। তিনি দেশের প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ব, সশস্ত্র বাহিনীর অবদান এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ অর্জনের গুরুত্ব তুলে ধরেন। এরপর শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন গণিত বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান স্যার। তিনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ত্যাগের বিষয়গুলো উল্লেখ করেন।
এরপর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় দেশপ্রেম, স্বাধীনতা ও জাতীয় চেতনার বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
অনুষ্ঠানের শেষাংশে সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে দেশপ্রেম, মূল্যবোধ ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করে তোলবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543