Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন।
মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন।

জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিব হোসেন।

এরপর মহান বিজয় দিবসের তাৎপর্য ও চেতনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়। পরবর্তীতে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক কুদরতি এ. মান্নান।

এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ তুলে ধরে।
শিক্ষকদের মধ্য থেকে কবিতা আবৃত্তি করেন রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোসাঃ শাহনাজ পারভিন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত সভাপতি মহোদয় ও অধ্যক্ষ স্যার।

সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন অত্র কলেজের সম্মানিত সভাপতি মহোদয়।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বিজয়ের চেতনায় উজ্জীবিত হোক আগামী প্রজন্ম।

Photo Courtesy : JCPSC Photography Club, Khulna

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com

VISITOR COUNTER
  • Today Visitors : 105
  • Weekly Visitors : 866
  • Monthly Visitors : 2699
  • Yearly Visitors : 4568