আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস ছিল সত্যিই এক উৎসবমুখর প্রাঙ্গণ। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগ, আনন্দ আর সৃজনশীলতায় পুরো প্রতিষ্ঠানে সৃষ্টি হয় এক রঙিন, প্রাণচাঞ্চল্যে ভরা পরিবেশ। সকাল থেকেই শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস ও প্রাণবন্ত কোলাহলে মুখর ছিল পুরো ক্যাম্পাস।
প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের কক্ষে বেলুন, ফিতা, রঙিন চার্ট ও বিভিন্ন ডেকোরেশন উপকরণ দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলে। তাদের নিজস্ব সৃজনশীলতায় প্রতিটি ক্লাসরুম পায় নতুন রূপ। যা দেখে মনে হয় একেকটি ছোট্ট উৎসবের ঘর। কারো থিম ভিন্ন, কারো রং ভিন্ন তবুও আনন্দ ছিল সবার একটাই।
অনুষ্ঠানের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল আমাদের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি মহোদয় এবং তার সহধার্মিনীর উপস্থিতি। তাঁদের আগমনে পুরো পরিবেশ যেন আরও আলো ছড়ায়, শিক্ষার্থীদের আনন্দ ও উৎসাহ দ্বিগুণ হয়ে ওঠে। তারা একে একে প্রতিটি শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং তাদের আনন্দের মুহূর্তগুলোর অংশীদার হন। তাদের আন্তরিক উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে এবং পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543